ঢাকার সিএনজিচালিত অটোরিকশাচালকদের অবরোধের কারণে, আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) গ্যাস বা পেট্রলচালিত ৪ স্ট্রোক থ্রি-হুইলার যান (অটোরিকশা) মিটারে না চললে চালকের জরিমানা সম্পর্কিত বিআরটিএর সাম্প্রতিক নির্দেশনা বাতিল করা হয়েছে।
আজ সকালে ঢাকা শহরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে রামপুরার বনশ্রী, মিরপুর-১ এবং মিরপুর-১৪ নম্বরে সিএনজিচালিত অটোরিকশাচালকরা অবরোধ করেন, যার ফলে অনেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
এ বিষয়ে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, অবরোধ প্রত্যাহার করার জন্য অনুরোধ করা হয়েছে এবং যান চলাচলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।